Warning: session_start(): open(/var/cpanel/php/sessions/alt-php74/sess_9c690d32a9777971dc6050c9cd6d8a6d, O_RDWR) failed: No such file or directory (2) in /home/stardomadmins/public_html/system/kick_loads.php on line 2
Warning: session_start(): Failed to read session data: files (path: /var/cpanel/php/sessions/alt-php74) in /home/stardomadmins/public_html/system/kick_loads.php on line 2 Chattogram Challengers
শেষ ওভারে প্রয়োজন ৯ রান। উইকেটে দারুণ ব্যাটিং করতে থাকা তামিম ইকবাল। এ অবস্থায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চেয়ে মিনিস্টার ঢাকার জয়ের সম্ভাবনাই বেশি দেখছিলেন সকলে। দুর্দান্ত বোলিংয়ে সে হিসেবকে ভুল প্রমাণ করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী।
পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য! দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে শুরুতে মিনিস্টার ঢাকাকে চেপে ধরেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাঝে ম্যাচটা নিজেদের অনুকূলে নিয়ে যাচ্ছিলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও শুভাগত হোম।
রুদ্ধশ্বাস ম্যাচে মিনিস্টার ঢাকাকে ৩ রানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএল-এ শীর্ষ চারের সম্ভাবনা জিইয়ে রাখল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চার ক্রিকেটার এনামুল হক জুনিয়র, নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজা, জাকির হাসান ও আকসার আহমেদ সিলেটের সন্তান। আকসার আহমেদ দলের সাথে আছেন নেট বোলার হিসেবে। বাকি চারজন স্কোয়াড সদস্য।
শীর্ষ চার-এ যেতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শেষ দুই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বন্দর নগরীর দলটির ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল ম্যাচ বাই ম্যাচ হিসেব করে লক্ষ্য অর্জন করতে চান। তার ভাবনায় এখন মিনিস্টার ঢাকা।
বঙ্গবন্ধু বিপিএল সিলেট পর্বে মঙ্গলবার মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বন্দর নগরীর দলটির প্রতিপক্ষ মিনিস্টার ঢাকা। বেলা সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচ।
৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মিনিস্টার ঢাকা। ৮ ম্য