অলিখিত সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে ৭ উইকেটের জয়ে বঙ্গবন্ধু বিপিএল-এর ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। শরিফুল ইসলাম প্রথম বলে লিটন দাসকে ফিরিয়ে দারুণ শুরু করেন।
তারুণ্য নির্ভর দল নিয়ে ফাইনালের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে ৭ উইকেটে হেরে বঙ্গবন্ধু বিপিএল শেষ করল বন্দর নগরীর দলটি। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে আশানুরূপ নৈপুণ্য দেখাতে না পারার কারণে ..
কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরে শেষ হল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্বপ্নযাত্রা। বঙ্গবন্ধু বিপিএল-এ অলিখিত সেমিফাইনালে পরিণত হওয়া কোয়ালিফায়ার্সে ৭ উইকেটের জায়ে ফাইনালে পৌঁছাল কুমিল্লা।
মন্থর শুরুর পর ২২ গজে রীতিমতো ঝড় তুলেছিলেন চাদউইক ওয়ালটন। তার ৪৪ বলে ৮৯ রানের ইনিংসে ১৮৯ রানের বড় সংগ্রহ গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৭ বাউন্ডারির সঙ্গে ৭ ছক্কা হাঁকান জ্যামাইকান এ হার্ড-হিটার।